ইরানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ড. মেহেদী সাফারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তারা এ সাক্ষাৎ করেন।
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সাইডলাইনে তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকারে উপমন্ত্রী দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে বাংলাদেশ এবং ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন ও বাণিজ্য প্রতিনিধি দলের আরও সফরের আহ্বান জানান। তারা আইওআর ‘র অধীনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আইওআরএ’ তে অংশগ্রহণের জন্য উপমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
আপনার মতামত লিখুন :